ফরিদপুরে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফরিদপুরে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
রবিবার, ৬ এপ্রিল ২০২৫



ফরিদপুরে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনফরিদপুরে কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

ফরিদপুরে ৮ দফা দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরতলীর গঙ্গাবর্দীতে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চত্বরে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষর কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে আমরা ৮ দফা দাবির বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একারণে আমরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে কর্মসূচি ঘোষণা করেছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের ঘোষনা দেওয়া হবে।

আট দফা দাবিসমূহ : ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তা কে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন। জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা দিতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তা-দের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৬   ২০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল আয়ারল্যান্ড
আপনারা অবশ্যই অনির্বাচিত, প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে: সালাহউদ্দিন আহমেদ
সত্যিকারের মৎস্যজীবীরা আইন ভঙ্গ করে না : মৎস্য উপদেষ্টা
উন্নয়নের নামে তারা শুধু লুটপাট করে বিদেশে পালিয়েছে: গিয়াসউদ্দিন
২২ বছর পর কারামুক্ত সাবেক ছাত্রদলের নেতা জাকির খান



আর্কাইভ