ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের ফলে দুদেশের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডে মোদি-ইউনূসের বৈঠকে প্রসঙ্গে দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ইউনূস ও মোদির বৈঠকটি একটি আশার আলো তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুদিনের অস্বস্তিকর পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এই বৈঠকের মাধ্যমে।
মির্জা ফখরুল বলেন, এ বৈঠকের মাধ্যমে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে। বৈঠকে তারা দুজনই আন্তরিক ছিলেন, যা দুদেশের মানুষের সম্পর্ক উন্নয়নে আন্তরিকতা বাড়বে।
বাংলাদেশ সময়: ২০:০১:২৭ ১৬ বার পঠিত