৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি

প্রথম পাতা » খেলা » ৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি

বিশ্বকাপের ১০০ বছর পূর্তিকে রাঙিয়ে তুলতে ২০৩০ ফুটবল বিশ্বকাপে নতুন নতুন সংযোজন নিয়ে আসার কথা ভাবছে ফিফা। ইতোমধ্যে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে তিন মহাদেশের ৬টি দেশকে। এবার দলসংখ্যা বাড়ানোর প্রস্তাবও উঠেছে ফিফার সভায়।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২ বিশ্বকাপে দলসংখ্যা বাড়িয়ে ৩২ থেকে ৪৮টি করা হয়েছে। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর প্রস্তাব উঠেছে ফিফায়। গত ৬ মার্চ ফিফার এক সভায় ২০৩০ বিশ্বকাপে আরও ১৬টি দল বাড়ানোর প্রস্তাব তুলেছেন উরুগুয়ের প্রতিনিধি।

বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়ে উরুগুয়ে প্রতিনিধির প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছে ফিফা। এই বিষয়ে বিশ্লেষণের পরই নেয়া হবে সিদ্ধান্ত। তবে ইতোমধ্যে এটি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে সংশ্লিষ্টদের মধ্যে।

জানা গেছে, ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। অনেক ফুটবল বিশ্লেষকও এটিকে ফুটবলের বিশ্বায়নের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন। তবে অনেকে এই প্রস্তাবের ঘোর বিরোধিতাও করেছেন। তাদের মতে, ৪৮ দেশের বিশ্বকাপেই খেলার মান অনেকটা নিচে নেমে যাবে। সেখানে ৬৪ দেশ তো দূরের কথা। এমন ভাবনার প্রতিফলন দেখা গেল এবার উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনের কথায়ও।

বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো মোটেও ভালো কিছু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। শুধু বিশ্বকাপেই নয়, বাছাইয়ের ক্ষেত্রেও এটির বাজে প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

গত ৬ মার্চ ফিফার যে অনলাইন সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করা হয়, সেই সভায় ছিলেন চেফেরিনও। শুরুতে এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও বৃহস্পতিবার (৩ এপ্রিল) সার্বিয়ার বেলগ্রেডে উয়েফা কংগ্রেসে এমন প্রস্তাবকে ধুয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘আপনাদের চেয়ে আমার কাছেই সম্ভবত প্রস্তাবটি ছিল আরও বেশি বিস্ময়ের। আমার মতে, এটি বাজে একটি ভাবনা। এটা অদ্ভুত ব্যাপার যে, ফিফা কাউন্সিলে প্রস্তাবটি ওঠার আগে আমরা এটি নিয়ে কিছুই জানতাম না। জানি না, এই ভাবনা কোত্থেকে উদয় হলো।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের জন্য এটি ভালো ব্যাপার তো নয়ই, এমনকি আমাদের অঞ্চলে বাছাইয়ের জন্যও এটি ভালো কিছু হবে না।’

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩২   ৪ বার পঠিত  




খেলা’র আরও খবর


৬৪ দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করলেন উয়েফা সভাপতি
শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
মাঠে নেমেই গোল করে দলকে জেতালেন মেসি
শিলংয়ের পর ব্রামলেও দুর্দান্ত হামজা, শীর্ষে শেফিল্ড



আর্কাইভ