শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা-মায়ের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি গতকাল বুধবার রাজধানীর গেন্ডারিয়ার শহীদ আনাসের বাড়িতে যান এবং তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, এ সময় উপদেষ্টা শহীদের পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন।

আনাসের বাবা-মাকে সান্ত্বনা দিয়ে উপদেষ্টা বলেন, সরকার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের মুক্তিযোদ্ধাদের মতো সম্মান করি এবং তাদের সকলের কবর পাকা করার ব্যবস্থা করা হবে।

শহীদ আনাসের বাবা-মা তাদের পরিবারকে সহায়তা ও সমর্থন দিয়ে সম্মানিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:৫২:৪২   ৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ