‘ভাই পানি দেন, আমাদের বাঁচান’ আগুন লাগা ট্রেনের যাত্রীদের আকুতি

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘ভাই পানি দেন, আমাদের বাঁচান’ আগুন লাগা ট্রেনের যাত্রীদের আকুতি
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



‘ভাই পানি দেন, আমাদের বাঁচান’ আগুন লাগা ট্রেনের যাত্রীদের আকুতি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। আগুন নেভানোর জন্য চিৎকার করে আকুতি জানান তারা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে স্থানীয়দের সহযোগিতায় রেলের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

স্টেশন সূত্রে জানা যায়, ধলা স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া উঠতে শুরু করে, যা দ্রুত আগুনে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। যাত্রীদের কেউ কেউ চিৎকার করে বলছিলেন, ‘ভাই, পানি দেন, আমাদের বাঁচান।’

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘জয়দেবপুর জংশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আগুন লাাগর পর সাতখামাইর এলাকায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকা থেকে কোনো ট্রেন ময়মনসিংহ বিভাগে যেতে পারছে না।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না আগুন নেভানোর পর জানা যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:০১:২৭   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ