‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন
বুধবার, ২ এপ্রিল ২০২৫



‘টপ গান’ খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন

কয়েক বছর ধরে গলার ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন ‘টপ গান’ খ্যাত মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মঙ্গলবার (১ এপ্রিল) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার।

অভিনেতার শেষ চলচ্চিত্র ছিল ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’; যেখানে তার অসুস্থতাকে গল্পের অংশ হিসেবে তুলে ধরা হয় এবং তার চরিত্র আইসম্যানের মৃত্যু দেখানো হয়।

‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় জনপ্রিয়তা এনে দেয় ভ্যালকে।

নিউ ইয়র্ক টাইমসের খবর, দীর্ঘদিন থেকে কণ্ঠনালীতে ক্যানসার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ভ্যাল কিলমা, তার সঙ্গে নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিল।

অভিনেতার মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তার বাবা।

এক সময় হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ ছবিতে তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

১৯৯৫ সালের ব্লকবাস্টার ‘ব্যাটম্যান ফরএভার’-এ ব্রুস ওয়েন/ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন। তবে এটি তার একমাত্র ব্যাটম্যান চলচ্চিত্র ছিল। পরবর্তী সিনেমা ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন- এ চরিত্রটি জর্জ ক্লুনির হাতে চলে যায়।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৫২   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত
বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
‘ভাই পানি দেন, আমাদের বাঁচান’ আগুন লাগা ট্রেনের যাত্রীদের আকুতি
রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের



আর্কাইভ