সালমান-রাশমিকার ‘সিকান্দার’ এর আয় কত?

প্রথম পাতা » ছবি গ্যালারি » সালমান-রাশমিকার ‘সিকান্দার’ এর আয় কত?
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫



সালমান-রাশমিকার ‘সিকান্দার’ এর আয় কত?

বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে গত ৩০ মার্চ। এই ছবি নিয়ে নিয়ে তুমুল আগ্রহ ছিল দর্শক ভক্তদের। টিকিট বিক্রি দেখে অনেকে ভেবেছিল প্রথম দিনেই ছবিটির আয় ৫০ কোটি ছাড়িয়ে যাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হতে দেখা যায়নি।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, চলতি বছরে বেশ কটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় এটি দ্বিতীয় (২৫ কোটি রুপি, নিট)। প্রথম অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি, নিট)। দুই দিনে বিশ্বব্যাপী ‘সিকান্দার’ আয় করেছে ৫৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৭৬ কোটি ৬৬ লাখ টাকার বেশি)।

তবে প্রথম দিন প্রত্যাশার জায়গাটি ধরতে না পারলেও, সোমবার (৩১ মার্চ) ঈদের ছুটির কারণে ‘সিকান্দার’ সিনেমার ব্যবসা বাড়বে বলে আশা করা হচ্ছে। অনলাইন পাইরেসির কারণেও এর আয়ের উপর প্রভাব পড়েছে।

বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতা ছবিটি ফাঁস হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিনেমাটির সাত-আটজনের সাথে কথা বলেছি এবং তারা নিশ্চিত করেছেন যে ছবিটি ফাঁস হয়ে গেছে।’

চাপ আরও বাড়িয়ে দিচ্ছে, যে সালমান খান এখনও ছবি দিয়ে ভারতে ৫০০ কোটি টাকার ব্লকবাস্টার ব্যবসা করতে পারেননি। যা তার সমসাময়িকরা অর্জন করে ফেলেছে। শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে হাজার কোটির ব্যবসা করেছে। রণবীর কাপুর ‘অ্যানিমেল’, সানি দেওল ‘গদর ২’, ভিকি কৌশল ‘ছাভা’ এবং এমনকি ‘স্ত্রী ২’ দেশীয় আয়ের দিক থেকে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৬   ৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ইমামকে রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা
শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়, ফাইনালে রিয়াল মাদ্রিদ
আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার : মির্জা ফখরুল
বাংলাদেশে উগ্রপন্থিদের সুযোগ দেওয়া হবে না : মাহফুজ আলম
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা



আর্কাইভ