ভারতের বেঙ্গালুরুতে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসর। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
বৃহস্পতিবার (২২ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপের ম্যাচে লেবাননকে হারিয়েই সাফ যাত্রা শুরু করতে চায় জামাল ভূঁইয়ারা।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ এবং প্রতিপক্ষ লেবাননের র্যাংকিং ৯৯তম। কিন্তু ৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত উভয় দল দুইবার একে অপরের মুখোমুখি দেখায় ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং লেবানন।
সর্বশেষ গত ১৫ জুন কম্বোডিয়া ম্যাচ থেকে একাদশে দুইটি পরিবর্তন এসেছে। এই ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে লেফট ব্যাক ইসা ফয়সালের। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।
তবে ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি মেহেদি হাসান ও আলমগীর মোল্লার। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-২-৩-১ ফরমেশনে খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, সোহেল রানা, মো: সোহেল রানা ও জামাল ভুঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, মজিবুর রহমান জনি ও সুমন রেজা।
বাংলাদেশ সময়: ১৬:০৫:৪২ ৪৫ বার পঠিত