নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ
রবিবার, ২৩ মার্চ ২০২৫



নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী-সন্তান দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ মার্চ) সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্বজনরা জানান, ফতুল্লার তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে পরিবারটি। সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় গৃহকর্ত্রী কমলা বেগমের শরীরে।

এ সময় পাশের রুম থেকে স্বামী এবং মেয়ে ছুটে এলে কমলার শরীরের আগুন নেভাতে গেলে তারাও দগ্ধ হন। পরবর্তীতে তিনজনকেই উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আর বাবা-মেয়ে সামান্য দগ্ধ হয়েছেন। তদেরও চিকিৎসা চলছে।’

প্রসঙ্গ: ২০২০ সালে তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৪ জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২:০৮:৩৬   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারও হস্তক্ষেপ কাম্য নয়: সারজিস
বিআইএম ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করলেন শহীদ ফাইয়াজের মা
ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব দিল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি



আর্কাইভ