নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫



নারায়ণগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ১৯ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনশেড মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ১৯টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় গ্রিন সিটি সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ২টার দিকে একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের টিনশেডের গ্রিন সিটি সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততোক্ষণে মার্কেটের ভেতরে কাঠের ফার্নিচার, মোটর পার্টস ও কাপড়ের দোকানসহ ১৯টি দোকান পুড়ে সব মালামাল ভস্মীভূত হয়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২:৩৪:২৮   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল আরো ১০৫ মেট্রিক টন আলু
কর রেয়াতের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান এনবিআর চেয়ারম্যানের
প্রস্তাব অনুমোদন, ঈদে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি
ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা জমা দিলো জামায়াত
‘ইসলামের ছায়াতলে’ লুবাবা, শোনাল পরকালের কথা



আর্কাইভ