
রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজির সময় চার ব্যক্তিকে আটক করে বেঁধে রেখে পুলিশে দিলেন স্থানীয় জনগণ।
রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানায়, চার চাঁদাবাজকে আটকের পর বেঁধে রাখা হয়। পরে মারধর করে পুলিশে খবর দেন তারা। এরপর পল্টন থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, চার চাঁদাবাজকে আটক করেছিল জনতা৷ পরে পুলিশকে খবর দেন তারা। তাদের থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:২৮:৫৭ ১ বার পঠিত