নিখোঁজ সাবমেরিন থেকে ফের শব্দ!

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিখোঁজ সাবমেরিন থেকে ফের শব্দ!
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



নিখোঁজ সাবমেরিন থেকে ফের শব্দ!

আটলান্টিক মহাসাগরে পর্যটকদের টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে গিয়ে নিখোঁজ সাবমেরিন থেকে আবারও শব্দ শোনা গেছে বলে দাবি করেছে মার্কিন কোস্টগার্ড। এর ফলে তল্লাশি অভিযান আরও বাড়ানো হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (২১ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেডরিক বলেন, তল্লাশি অভিযানে শিগগিরই আরও জাহাজ ও রিমোটলি অপারেটেড ভেহিক্যাল যুক্ত করা হবে।

এদিকে ধারণা করা হচ্ছে, নিখোঁজ সাবমেরিনে ২০ ঘণ্টারও কম সময়ের অক্সিজেন মজুত রয়েছে। এর মধ্যে সাবমেরিনটি খুঁজে বের করা সম্ভব না হলে সেটিতে থাকা পাঁচ আরোহীর সবাই মারা যেতে পারেন।

নিখোঁজ সাবমেরিনে থাকা যাত্রীরা হলেন- ব্রিটিশ ব্যবসায়ী হামিশ হার্ডিং (৫৮), ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ওশনগেটের শীর্ষ নির্বাহী স্টকটন রাশ (৬১) ও সাবমেরিনটির চালক ও ফরাসি নৌবাহিনীর সাবেক কর্মকর্তা পল হেনরি নারগিওলেট (৭৭)।

এর আগে, গত রোববার ১৯১২ সালে ডুবে যাওয়া টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য সমুদ্রের অতল গভীরে ডুব দেয় সাবমেরিনটি। এর কিছুক্ষণ পরই সমুদ্রের ওপরে থাকা জাহাজের সঙ্গে সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২:৪৩:৩১   ৪৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ



আর্কাইভ