ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু

ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার সময় চানমারি-আদমজী সড়কের তল্লা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত গার্মেন্টস শ্রমিকের নাম হামিদুল ইসলাম (৩০)। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামিদুলের বাইসাইকেলের পাশে একটি ময়লার ভ্যান ছিল। কাভার্ডভ্যান ও বাইসাইকেল একইমুখী চলছিল। ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। কাভার্ডভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো-ট ১৮-৯৪৩৬।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ গার্মেন্টসে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৬   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শহরকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা
ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু
সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান
পাশবিকতাকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়: ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ অবকাঠামো প্রকল্পগুলোতে জাপানের অব্যাহত সহায়তা চায়



আর্কাইভ