আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারি » আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা পুলিশ মানবতার সেবা করে থাকি। আমরা জনগণের সেবা করে থাকি। আমরা শান্তিপ্রিয় জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি।’

মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গীতে স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত গণইফতারের তৃতীয় দিনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের গণইফতার একটি মানবতার ও সেবামূলক কাজ। সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা সেবামূলক কাজে সব সময় পাশে থাকব।’

গাজীপুরের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর মহানগরের চারটি পয়েন্টে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে।
গাজীপুর শহরের পর এবার দ্বিতীয় ধাপে টঙ্গীতে গণইফতার চলছে।’

এই ধাপের গণইফতার চলবে আগামী শনিবার পর্যন্ত। এর আগে ২ মার্চ গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা ৮ মার্চ পর্যন্ত চলে। এরপর কোনাবাড়ী ও কাশিমপুরেও অনুরূপ গণইফতার চলবে।
সারা মাসে চারটি পয়েন্টে লক্ষাধিক মানুষ গণইফতারে শরিক হবেন বলে আশা করছেন আয়োজকরা।

রনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই প্রথম গাজীপুরে মাসব্যাপী গণইফতারের ব্যবস্থা করেছি।’ গণইফতারের আগে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও শহীদ জিয়াসহ সব শহীদ ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৩:২২   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


শহরকে “গ্রিন জোন” হিসেবে গড়ে তুলতে ১ লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা
ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় শ্রমিকের মৃত্যু
সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান
পাশবিকতাকে দমন করতে না পারলে মানুষ পশুতে পরিণত হয়: ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ অবকাঠামো প্রকল্পগুলোতে জাপানের অব্যাহত সহায়তা চায়



আর্কাইভ