বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের
রবিবার, ৯ মার্চ ২০২৫



বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

রোববার (৯ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মমিনুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার মাধ্যমে বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয়। তবে এই অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার কিছু নেই। যা ঘটার ঘটে গেছে, এখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করছি তারা যেন হতাশ না হন। চলমান সমস্যা সমাধান হয়ে যাবে।

অতীতে এবং এখনো যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে পুঁজিবাজার ক্ষতি করার চেষ্টা করছেন তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৪ মার্চ নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাফতরিক আদেশ দেন বিএসইসি চেয়ারম্যান। এরপরই দানা বাঁধে তার পদত্যাগের দাবি। চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতিও পালন করেন বিএসইসির কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:১৬   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করল ভারত
কুয়েতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
নারীর প্রতি সহিংসতা-নৈরাজ্যের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর’ হচ্ছে সরকার : আইন উপদেষ্টা
পানি শোধনাগার নির্মাণ ও মেঘনা নদী রক্ষা প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে: মৎস্য উপদেষ্টা



আর্কাইভ