স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম

প্রথম পাতা » খুলনা » স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম

যশোরে পরকীয়া সম্পর্কের কারণে শহিদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির দুই চোখ উপড়ে দিয়েছেন সাদ্দাম হোসেন (৩৫) নামের এক যুবক। শহিদুল ইসলাম সম্পর্কে সাদ্দাম হোসেনের খালু হন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের বকচর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ সাদ্দাম হোসেনকে (২৮) আটক করেছে। আটক সাদ্দাম হোসেন বকচর বিহারি কোলানীর শাহ আলমের ছেলে। শহিদুল ইসলামও একই এলাকার বাসিন্দা।

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, ট্রাকচালক সাদ্দাম হোসেনের খালু শহিদুল ইসলাম। সাদ্দাম হোসেনের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে শহিদুল ইসলামের পরকীয়া সম্পর্ক ছিল। মাস দুই আগে সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এদিকে, স্ত্রীকে তালাকের পর খালুর সঙ্গে তার পরকীয়ার বিষয়টি সাদ্দামকে জানান তার স্ত্রী।

সাদ্দাম হোসেন পুলিশকে জানিয়েছে, তার বড় স্ত্রী স্বীকার করেছে শহিদুল ইসলামের সঙ্গে পরকীয়ার কারণে তার সঙ্গে সংসার করা সম্ভব হয়নি। এই ঘটনায় তিনি ক্ষিপ্ত হন এবং শহিদুল ইসলামের দুই চোখ আঙুল দিয়ে উপড়ে ফেলেন।

পুলিশ জানায়, এই ঘটনার পরপরই বৃহস্পতিবার রাত ১২টার দিকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে পুলিশের একটি টিম সাদ্দামকে আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, শহিদুল ইসলামের দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:০৫   ৪ বার পঠিত  




খুলনা’র আরও খবর


মীর মুগ্ধদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে: মৎস্য উপদেষ্টা
নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার শিশু
টিসিবির কার্ড নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সেহরির সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
স্ত্রীর সঙ্গে পরকীয়ার ক্ষোভে খালুর দুই চোখ উপড়ে ফেলেন সাদ্দাম



আর্কাইভ