কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে আটক ২, উদ্ধার ৩৪ ভরি

প্রথম পাতা » ছবি গ্যালারি » কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে আটক ২, উদ্ধার ৩৪ ভরি
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে হাতেনাতে আটক ২, উদ্ধার ৩৪ ভরি

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় আনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)।

আনোয়ার হোসেন বলেন, “কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ কর্তৃক দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় আনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।”

তিনি বলেন, “গতকাল সকালে জনৈক কাইয়ুম (২৩) বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেনযোগে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। এসময় তার সঙ্গে থাকা স্বর্ণ তাঁতিবাজারে তার দুলাভাই আলাউদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে স্টেশন থেকে বের হওয়া মাত্রই স্টেশন চত্বরে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কাইয়ুমকে ঘিরে ধরে। তার প্যান্টের পকেটের ভেতর পুটলিতে মোড়ানো স্বর্ণগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার এবং দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

ধস্তাধস্তিতে ভিকটিমের শার্ট ও প্যান্টের পকেট ছিড়ে যায় বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:১৯   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন : প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারো অভিযান চালানোর অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি
খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন
নাটোরে গ্রাম আদালত উপজেলা রিসোর্স টিম সদস্যদের প্রশিক্ষণ শুরু



আর্কাইভ