
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিস্কার এ কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনআইডি ইসিতেই রাখা হোক আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার (০৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন,
এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিস্কার। আমরা চাই এনআইডি ইসিতেই রাখা হোক। সেজন্যে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়।
সরকারের কাছে কমিশনের অবস্থান তুলে ধরতে লিখিতভাবে জানানো হবে-এ কথা জানিয়ে সিইসি আরও বলেন, সব কিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।
এনআইডি সেবা কোথায় রাখা যায় তা নিয়ে সরকার এখনও পরীক্ষা নিরীক্ষা করছে- এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ইসি মনে করে না যে, আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার।
এদিকে,
এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সিইসির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে।
জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সেবাপ্রাপ্তী সহজ করতে সিভিল রেজিস্ট্রেশন নামে একটি আলাদা কমিশনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ অংশীজনদের মতামতও নিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিতে বিগত সরকারও আইন করেছিল। যদিও অন্তর্বর্তী সরকার ওই আইনটি বাতিল করে ইসির কাছেই ফিরিয়ে দেয় এ সেবা। এখন আবারও এনআইডি নিয়ে আলাদা কমিশন গঠনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এনআইডি নিয়ে আলাদা কমিশনের ব্যাপারে ক্ষোভ জানিয়েছেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।
আগামী ১২ মার্চের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে ১৩ তারিখ থেকে সারা দেশে মানববন্ধন করবে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা।
দুপুরে সিইসির দফতরের সামনে অবস্থান নিলে সিইসি বের হয়ে কথা বলেন তাদের সাথে।
বাংলাদেশ সময়: ১৪:৫২:২৭ ২ বার পঠিত