রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩
সোমবার, ৩ মার্চ ২০২৫



রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ৩

রাজশাহীর গোদাগাড়ীতে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ প্রাণ হারিয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের নাম জাফর হক (৪৫), সুন্দরী (৬০) ও আদুরী (৩৫) বলে জানা গেছে। এদের মধ্যে জাফর হক দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটির চালক এবং বাকি দুজন ওই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, গোদাগাড়ী মহিষালবাড়ি থেকে এক অ্যাম্বুলেন্স রাজশাহী যাচ্ছিল। আর রাজশাহীর দিক থেকে এক ট্রাক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রাজাবাড়িতে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের চালক ও অ্যাম্বুলেন্সে থাকা দুই নারী নিহত হয়েছেন।

ওসি বলেন, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৫৪   ২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য
চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার
খাগড়াছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তাদের কর্মশালা
শ্রবণস্বাস্থ্য রক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ : পরিবেশ উপদেষ্টা



আর্কাইভ