জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি।

যাদের ভোট কেটে বিজয়ী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বলে দাবি করে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কেউ কেউ ভাবে এখন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচন করে দেয়; তাহলে নিরপেক্ষ নির্বাচন হলে তো চাঁদাবাজ-মাস্তানরা জিততে পারবে না।ফলে তারা যদি কায়দা করে যাইতে পারে কেটেকুটে তাহলে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ওগুলোও কেটেকুটে নিয়ে নেবে।’

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে; এমন বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাসা বেঁধেছে বলে সমালোচনা করেন গোলাম পরওয়ার। নাগরিক দুর্ভোগ কমাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে স্থানীয় সরকার নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী ফরিদপুর জেলা থেকেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪:২৪:২৬   ৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


স্বৈরাচারী শাসনামলের নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হবে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে : প্রধান উপদেষ্টাকে জানালেন বিশেষজ্ঞরা
বাংলাদেশ এখন পৃথিবীর সকল গণমাধ্যম কর্মীদের জন্য উন্মুক্ত : মেক্সিকোতে রাষ্ট্রদূত মুশফিক
ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা: ২২ঘণ্টা পর মরদেহ হস্তান্তর



আর্কাইভ