ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন লক্ষ্য: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আপনারা ইতোমধ্যে বারবার জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই বলেছেন ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের কথা এই মুহুর্তে আমরা ভাবছি না করছি না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহুর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। জুনের পর ডিসেম্বরে যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মূহুর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।

এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি বলেন, আমরা আশা করি আইনশৃঙ্খলা দিন দিন উন্নত হচ্ছে। এখানেও কথা বললাম, তারা বললেন, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে ধামরাই পৌরসভার ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামনুন আহমেদ অনীক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৩   ১০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য
চুয়াডাঙ্গায় সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার
খাগড়াছড়িতে তৃণমূল নারী উদ্যোক্তাদের কর্মশালা
শ্রবণস্বাস্থ্য রক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যেরও গুরুত্বপূর্ণ অংশ : পরিবেশ উপদেষ্টা



আর্কাইভ