আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়

প্রথম পাতা » ছবি গ্যালারি » আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়
বুধবার, ২১ জুন ২০২৩



আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই: অক্ষয়

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সময়টা ভালো যাচ্ছে না। পরপর কয়েকটি সিনেমা ফ্লপের পর পড়েছেন সমালোচনার মুখে।

সবশেষ অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘রাম সেতু’ সিনেমা বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। আর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতে প্রায় দুই হাজার পর্দায় মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘সেলফি’ সিনেমা। কিন্তু ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আর এখন প্রশ্ন উঠেছে অক্ষয়ের সক্ষমতা নিয়ে।

তবে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেছেন অক্ষয় কুমার। এসময় তিনি বলেছেন, ‘ব্যর্থতা ভুলে ঘুরে দাড়ানোর মন্ত্র জানা আছে তার’।

সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, ‘মানুষ হিসেবে কটাক্ষ শুনলে তিনিও কষ্ট পান।’

অক্ষয় জানিয়েছেন, ‘আমার জীবনে অনেক উত্থান-পতন রয়েছে। একটি সাধারণ বিষয় হলো, যখন একটি সিনেমা ভালো হয় তখন এর প্রশংসা হয়। আর যদি দর্শকদের ভালো না লাগে তাহলে আপনি যা কল্পনা করছেন তার চেয়েও বেশি সমালোচনা হয়। তবে দিনশেষে আমিও মানুষ, কটাক্ষ করলে কষ্ট পাই।’

অভিনেতা আরও বলেন, ‘আপনাদের সমালোচনাতে কষ্ট পেলেও আমি ঘুরে দাঁড়াতে পারি এবং খুব দ্রুত এগিয়ে যেতে পারি। আমি আমার এ দক্ষতাকে নিয়ে গর্বিত। আমি প্রথম যেদিন কাজ শুরু করেছিলাম, সেদিন যে ইচ্ছাশক্তি আমার মধ্যে ছিল, আজও তা অটুট রয়েছে। আপনি সৎভাবে পরিশ্রম করলে তার ফল পাবেন। এভাবেই আমি এই পরিস্থিতি মোকাবেলা করি।’

টিনু সুরেশ দেশাই পরিচালিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’-তে পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা যাবে অভিনেতাকে। ছবিটি ৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছাড়াও অক্ষয়কে পরবর্তীতে ও মাই গড ২ -এ পঙ্কজ ত্রিপাঠি এবং ইয়ামি গৌতমের সঙ্গে দেখা যাবে। আগামী ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা আছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:০৬   ৮৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত



আর্কাইভ