‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



‘মাই ম্যান’ রাজনীতি পরিহারের আহ্বান সারজিসের

রাজনৈতিক দলগুলোকে ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

সারজিস বলেন, ‘ছয় মাস পেরিয়ে গেল, আমরা কিন্তু প্রত্যাশিত সংস্কার দেখছি না। এটা অন্তর্বর্তী সরকার কিংবা কোনো নির্বাচিত সরকার করতে পারবে না, যদি না আমরা সাধারণ মানুষ তাদের সহযোগিতা করি।’

তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আম জনতার বিশাল একটা অংশকে শুধু ব্যক্তি স্বার্থের জন্য যে লেভেলের তোষামোদি করতে দেখলাম, সেটা আমাদের জন্য লজ্জার। নিজের একটা প্রমোশন, ভালো একটা সুযোগ পাওয়ার জন্য যত রকম তোষামোদি করা যায় তাই করে। সবাইকে এই তোষামোদি বন্ধ করতে হবে—যোগ করেন তিনি।

নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো এটা চিন্তা করে না যে, কোন মানুষটাকে চেয়ারে বসালে দেশের ভালো হবে। তারা তার আগে এটা চিন্তা করে, যে মানুষটাকে চেয়ারে বসাচ্ছি সে আমার লোক কি না। এই ‘মাই ম্যান’র রাজনীতি বাদ দিয়ে ‘জনগণের ম্যান’র রাজনীতি করতে হবে।’

জুলাই আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনো রয়ে গেছে অভিযোগ করে সারজিস বলেন, ‘যদি আগামীতে কারও কাজ ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায় তবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে।’

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৩   ৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


উচ্চ আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার নিশ্চিত করতে না পারা বায়ান্নর সঙ্গে বিশ্বাসঘাতকতা : চরমোনাই পীর
সংস্কার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে : আমীর খসরু
জুলাই বিপ্লবকে যেন ভূলুন্ঠিত না হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : অ্যাটর্নি জেনারেল
খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট
একুশের চেতনা মৌলিক অধিকার হরণকারী স্বৈর শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করে : কাদের গনি চৌধুরী



আর্কাইভ