ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলা » ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগে বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের দারুণ হ্যাটট্রিকে পেপ গুয়ার্দিওলার দল ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ব্যবধানটা তিনে বাড়িয়ে নেয় স্বাগতিকরা। বিরতির পর ফরাসি ফরোয়ার্ড হ্যাটট্রিক পূরণ করেন। একইসঙ্গে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শীর্ষ পর্যায়ে ৫০০ গোলে অবদান রাখার মাইলফলকে পৌঁছালেন তিনি।

ম্যাচের মাত্র চার মিনিট যেতেই এমবাপ্পে গোলমুখ খোলেন। সিটির রক্ষণের ভুলে এগিয়ে যায় রিয়াল। ম্যানসিটি অধিনায়ক রুবেন দিয়াস হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফরাসি ফরোয়ার্ড বল পায়ে নিয়ে এডারসনের শরীরের ওপর দিয়ে জাল কাঁপান। ৩৩তম মিনিটে কাটব্যাকে খুব কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা পার হতেই তৃতীয়বার জালে বল ঠেলে দেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। ৬১তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে জালে বল ঠেলে দেন তিনি। রিয়ালের হয়ে ৩৮ ম্যাচে এমবাপ্পের গোল দাঁড়ালো ২৮টি। ক্লাব ও দেশের হয়ে সব মিলিয়ে তার গোল সংখ্যা ৩৫৯ এবং বানিয়েছেন ১৪২টি। সব প্রতিযোগিতা মিলে ৫০১ গোলে অবদান ফরাসি তারকার।

পরে স্টপেজ টাইমে সান্ত্বনাসূচক গোল করেন নিকোলাস গঞ্জালেস। ওমর মারমৌশের ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটে এক গোল শোধ দেন তিনি। এর ফলে ৩-১ গোলে ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে পৌছে যায় রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন কিংবা নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার হলে ড্র বিষিয়টি নিশ্চিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:১২   ৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


জেতার জন্য আফগানদের লক্ষ্য ৩১৬
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের
ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ
জুভেন্টাসকে বিদায় করে চমকে দিল পিএসভি
চ্যাম্পিয়ন্স লিগ: সেল্টিককে হতাশায় ডুবিয়ে নকআউট পর্বে বায়ার্ন



আর্কাইভ