গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত এক, আহত ১৫

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক নিহত এবং বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় যানবাহন দুটি সড়কের উপর দুমড়ে মুচড়ে পড়ে থাকায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ থাকে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাখসুদুর রহমান মুরাদ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোভো কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়। গুরুতর আহত ৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশের রেকার দিয়ে সড়কের উপরে থাকা যানবাহন দুটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:১৮:৩৯   ৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
‘বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে’
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে: আদিলুর রহমান
বিস্কুট ও কেকের ভ্যাট সাড়ে ৭ শতাংশ কমিয়েছে এনবিআর
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের



আর্কাইভ