বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



বিয়ে করলেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

নতুন ধারার গান দিয়েই যাত্রা শুরু করেন মুম্বাইয়ে জন্ম নেয়া অনুভ জৈন। ২০১২ সালে নিজের লেখা গান ‘মেরি বাতমে তু’ ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। তবে পেশাদার হিসেবে আত্মপ্রকাশ করেন তার ‘বারিশেইন’ গানের মাধ্যমে। বর্তমান সময়ের বেশ জনপ্রিয় গায়কের মধ্য অনুভ একজন। সম্প্রতি তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।

দীর্ঘদিনের বান্ধবী হৃদি নারাংয়ের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ‘তুম মেরি হো’ খ্যাত গায়ক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গায়ক তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। এই বিশেষ দিনে অনুভ তার প্রেমিকার সঙ্গে একাধিক হৃদয়গ্রাহী মুহূর্ত শেয়ার করেছেন।

বিয়ের ছবি শেয়ার করে অনুভ তার গান “যো তুমি মেরে হো”র লিরিক্স উল্লেখ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আর হ্যা দেখো এখানে কিভাবে এসেছিল দুই হৃদয়ের এই বরাত হে।’

বিয়ের অনুষ্ঠানে অনুভের পোশাক ছিল বেজ শেরওয়ানি এবং হৃদির পোশাক ছিল লাল লেহেঙ্গা। অনুভ তার প্রি-ওয়েডিং উৎসবের কিছু মুহূর্তও শেয়ার করেছেন। অনুভ তার স্ত্রীর পরিচয় নিয়ে কোনও বিস্তারিত তথ্য শেয়ার করেননি।

গানের অতি সাধারণ ভাষা ও বাস্তববাদী কথা দিয়ে খুব দ্রুতই ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনুভ। ভালোবাসা আর হৃদয় ভাঙাকে কেন্দ্র করেই বেশির ভাগ গানের কথা লেখেন এ গায়ক। নিজের হৃদয়ের অনুভূতিই যেন সব ঢেলে দেন গানে।

বাংলাদেশ সময়: ১১:১২:০৯   ৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
‘বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে’
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে: আদিলুর রহমান
বিস্কুট ও কেকের ভ্যাট সাড়ে ৭ শতাংশ কমিয়েছে এনবিআর
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের



আর্কাইভ