কারানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়

প্রথম পাতা » খেলা » কারানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



কারানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়

সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের জয়ের নায়ক বেন কারান।

হারারেতে টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান করে আইরিশরা। অধিনায়ক পল স্টার্লিং শুরুতেই ফিরে গেলেও, ওপেনার অ্যান্ডি বালবির্নি অর্ধশতক করেন। ৯৯ বলে চার ৪ ও এক ছক্কায় ৬৪ রান করেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ইনিংসও তার ব্যাট থেকেই আসে।

তবে অর্ধশতক পেয়েছেন টেক্টর ও টাকার। হ্যারি টেক্টর ৮৪ বলে করেন ৫১ রান আর টাকারের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৬১ রান। বাকিরা উল্লেখযোগ্য রান করতে পারেননি। জিম্বাবুয়ের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা এবং ট্রেভর গোয়ান্ডু।

জবাব দিতে নেমে ব্রায়ান বেনেট এবং বেন কারানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। দুজনে মিলে তোলেন ১২৪ রান। ৪৮ বলে ৪৮ রান করে বিদায় নেন বেনেট। তবে কারান ফিফটি ছুঁয়ে এগোতে থাকেন।

বেনেটের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক ক্রেইগ আরভিন। সময়ের সাথে সাথে ক্রিজে জমে যান আরভিন। এরই মধ্যে কারান পেয়ে যান সেঞ্চুরি। কারান পরিবারের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন বেন কারান। বাবা কেভিন কারান এবং দুই ভাই স্যাম ও টম কারান আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাননি। চার জনের মধ্যে বেন কারানই কেবল বিশেষজ্ঞ ব্যাটার। কারান পরিবারের প্রথম সেঞ্চুরিয়ানও বেন।

আরভিন ছুঁয়েছেন ফিফটি। ৬৩ বল হাতে রেখে ৯ উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। ১৩০ বলে ১১৮ রান করে অপরাজিত ছিলেন কারান। যার কারণে ম্যাচসেরাও হয়েছেন তিনি। আর ৫৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে টিকে ছিলেন আরভিন।

বাংলাদেশ সময়: ১১:০৯:৩৭   ৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের
ম্যানসিটিকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ
জুভেন্টাসকে বিদায় করে চমকে দিল পিএসভি
চ্যাম্পিয়ন্স লিগ: সেল্টিককে হতাশায় ডুবিয়ে নকআউট পর্বে বায়ার্ন
কারানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়



আর্কাইভ