দুর্নীতি বন্ধে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » দুর্নীতি বন্ধে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



দুর্নীতি বন্ধে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অপারেশন ডেভিল হান্ট চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যত দিন শয়তানরা (ডেভিলরা) থাকবে, তত দিন এই অভিযান চলবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কিন্তু এটাকে আরও উন্নতির অবকাশ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরও উন্নতি ঘটে, সেজন্য সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করা হচ্ছে।’

বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে এবং তা ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির অবকাশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরও উন্নতি ঘটে, সেজন্য সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটিকে সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। সব লেভেল থেকে দুর্নীতি কমাতে হবে।’ এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় আরও বেশি বিজিবি মোতায়েন এবং, নৌপথের নিরাপত্তা বৃদ্ধিতে নৌ পুলিশ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। তারা গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশের জনবল বৃদ্ধির কথা বলেছেন। লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি ও বিবেচনার আশ্বাস দিয়েছি।’

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী৷

এ সময় অন্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম-সহ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৫   ৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
‘বিপিএম পিপিএম হওয়ার জন্য জঙ্গি নাটক সাজিয়েছে’
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে: আদিলুর রহমান
বিস্কুট ও কেকের ভ্যাট সাড়ে ৭ শতাংশ কমিয়েছে এনবিআর
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের



আর্কাইভ