আমরা কখনো পরাজিত হবো না: পাকিস্তানের সেনাপ্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আমরা কখনো পরাজিত হবো না: পাকিস্তানের সেনাপ্রধান
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



আমরা কখনো পরাজিত হবো না: পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানিরা তাদের ধর্ম ও সংস্কৃতি নিয়ে গর্ব করে এবং দেশটির ওপর সেকেলে আদর্শ চাপিয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

অধিবেশন চলাকালীন আসিম মুনির বলেন, পাকিস্তানি জনগণ, বিশেষ করে তরুণদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর গভীর বন্ধন রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির ‘রাষ্ট্রবিরোধী উপাদানের’ প্রচেষ্টা সবসময় ব্যর্থ হয়েছে এবং আগামীতেও তা ব্যর্থ হবে।

জেনারেল আসিম মুনির আরও বলেন,

যতদিন জাতি, বিশেষ করে তরুণরা আমাদের পাশে থাকবে, ততদিন পাকিস্তান সেনাবাহিনী কখনোই পরাজিত হবে না। আমরা কমরেডদের মতো লড়াই করি এবং আমাদের কাছে পাকিস্তানি পরিচয়ই সবচেয়ে বড়।

পাকিস্তানিরা তাদের ধর্ম, সভ্যতা এবং ঐতিহ্য নিয়ে গর্ব করে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানের সাহসী মানুষেরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লোহার প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে বলেও অধিবেশনে তুলে ধরেন জেনারেল আসিম মুনির।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৮   ৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৭ পর্যটক নিহত
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত : বিজিবি প্রধান
ইমামতিকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিলো ফ্রান্স
বলিভিয়ায় ৮০০ মিটার গভীর খাদে পড়ল বাস, নিহত ৩০
মিশরে ভবন ধসে নিহত ১০, নিখোঁজ অনেকে



আর্কাইভ