সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ

সংসদ ভবন, ২০ জুন, ২০২৩ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য গত ১৪ বছরে ১৯টি প্রকল্পের আওতায় ৬ হাজার ৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ‘সবার জন্য পরিকল্পিত আবাসন’ নিশ্চিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য গত ১৪ বছরে ১৯টি প্রকল্পের আওতায় ৬ হাজার ৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ৮টি প্রকল্পের অধীনে সরকারি কর্মচারীদের জন্য ৬ হাজার ১৮৩টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট নির্মাণের জন্য ৮টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩২   ৬৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রেলওয়ের হাসপাতালগুলোতে সাধারণ মানুষকেও চিকিৎসাসেবা দেয়া হবে : উপদেষ্টা ফাওজুল কবির
পাহাড়ে নববর্ষ ও চৈত্র সংক্রান্তির সাতরঙা উৎসব
ফিলিস্তিনীদের স্বার্থে আমাদের কী করতে হবে সরকার তা ঠিক করে দিক - গোলাম মোহাম্মদ কাদের
লাখো মানুষের সই যাবে প্রধান উপদেষ্টার দপ্তরে
ময়মনসিংহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ৬ নেতা আহত



আর্কাইভ