সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



সরকারি কর্মচারীদের জন্য ১৪ বছরে ৬,৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে : শরিফ আহমেদ

সংসদ ভবন, ২০ জুন, ২০২৩ : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য গত ১৪ বছরে ১৯টি প্রকল্পের আওতায় ৬ হাজার ৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ‘সবার জন্য পরিকল্পিত আবাসন’ নিশ্চিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর সরকারি কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য গত ১৪ বছরে ১৯টি প্রকল্পের আওতায় ৬ হাজার ৫২৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ৮টি প্রকল্পের অধীনে সরকারি কর্মচারীদের জন্য ৬ হাজার ১৮৩টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট নির্মাণের জন্য ৮টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩২   ৪৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ