নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার ডন, কুখ্যাত দেলোয়ার প্রধান গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার ডন, কুখ্যাত দেলোয়ার প্রধান গ্রেফতার
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার ডন, কুখ্যাত দেলোয়ার প্রধান গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার বহু অপরাধের ডন দেলোয়ার প্রধান, পেশায় ছিলেন কুলি তার প্রধান ব্যবসা ছিল কুলির আড়ালে চোরা তেলের ব্যবসা । তিনি তেল চুরি করে হাজারো কোটি টাকার মালিক বনে যান, বন্দর থানা এলাকায় গড়ে তুলে এক অপরাধ সাম্রাজ্য, যার শেল্টার হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান ।
সেলিম ওসমানের মদদে দেলোয়ার প্রধান, নিরপরাধ শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মিথ্যাচার করে বিদ্যালয় থেকে লাঞ্ছিত করে বের করে দেন ।
তেল চোরদের মূল হোতা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার প্রধানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
এমটি ওসির আশ্বাসে দীর্ঘদিন কয়েকটি মামলা থাকার পরও গ্রেফতার না হলেও শেষ রক্ষা হলো না সেই নৌকার মাঝি থেকে হাজার কোটি টাকার মালিক দেলোয়ার প্রধান ওরফে তেলচোরা দেলুর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা ও হত্যার ঘটনায় একাধিক দায়ের করা মামলার আসামীএই দেলোয়ার প্রধান এতোদিন প্রকাশ্যেই ঘুরে বেড়িয়েছে। একই সাথে প্রচার চালাতো ।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলা গুলো যাচাই-বাছাই চলছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ।
এ দিকে কুখ্যাত তেল চোর দেলোয়ার প্রধান বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর বীরেরবেশে ঘুরে বেড়ালেও তাকে গ্রেফতার না করার বিষয়ে নিজেই দাম্ভীকতা করে বেড়াতেন, ।‘আমি নারায়ণগঞ্জ পুলিশের সাথে ব্যবসা করি। কোন পুলিশ আমাকে ধরবে ? নারায়ণগঞ্জের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। পুলিশের এমটি ওসির সাথে তেলচুরির ভাগ বাটোয়ারা করেই জ্বালানী তেলের ব্যবসা করি । আমারে পুলিশের বড় কর্তারাই যখন খুব ভালো করেই চিনেন আর থানা পুলিশ আমার কি করবো ? আমার কিছু হইবো না এম টি ওসি আগে থেইক্কাই ঠিক কইরা রাখছে !“

প্রায়ই দেলোয়ার প্রধান প্রকাশ্য মদ্যপান করে এমন মন্তব্য করায় বন্দরের অনেকেই বলেন, এমন কুখ্যাত অপরাধীর সাথে পুলিশ এতোদিন তেলের ব্যবসা করছে কেমনে ?

বাংলাদেশ সময়: ২৩:৪১:০৬   ১২ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


উচ্চ আদালত ও উচ্চ শিক্ষায় বাংলার ব্যবহার নিশ্চিত করতে না পারা বায়ান্নর সঙ্গে বিশ্বাসঘাতকতা : চরমোনাই পীর
সংস্কার হবে জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে : আমীর খসরু
জুলাই বিপ্লবকে যেন ভূলুন্ঠিত না হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : অ্যাটর্নি জেনারেল
খিলগাঁওয়ে স-মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫টি ইউনিট
একুশের চেতনা মৌলিক অধিকার হরণকারী স্বৈর শক্তিকে রুখতে উদ্বুদ্ধ করে : কাদের গনি চৌধুরী



আর্কাইভ