![লাওসে বিস্ফোরণে চীনা নাগরিকসহ নিহত ৪](https://www.sachetonbangladesh.com/cloud/archives/2025/02/52i7auz4-thumbnail.jpg)
লাওসের উত্তরাঞ্চলে একটি দোকানে বিস্ফোরণে চীনা নাগরিকসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। লাওসে বেইজিংয়ের কনস্যুলেট জেনারেল এ তথ্য জানিয়েছে।
ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
লুয়াং প্রাবাংয়ের চীনা কনস্যুলেট এক বিবৃতিতে জানায়, শুক্রবার ওডোমক্সে প্রদেশের একটি চীনা দোকানে এই ’বিস্ফোরণ’ ঘটে।
কনস্যুলেট এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানার জন্য তদন্ত চলছে।
লাওসের জাতীয় রেডিও জানিয়েছে, নাসাও গ্রামের দোকানে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের ফলে আশপাশের বাড়িগুলোর যথেষ্ট ক্ষতি হয়েছে।
কনস্যুলেট আরো জানায়, লাওসে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যাং হং আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৭:৪২:৪৪ ১ বার পঠিত