![দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য](https://www.sachetonbangladesh.com/cloud/archives/2025/02/o5cxhh6i-thumbnail.jpg)
সৌদি আরবের মক্কায় গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্য অংশগ্রহণ করে এবং ২টি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে।
পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করেন।
গত ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হয়।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:০৪ ৩ বার পঠিত