নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪০

প্রথম পাতা » ছবি গ্যালারি » নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪০
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪০

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪০ জন গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

সোমবার জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।

ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন—নারায়ণগঞ্জ ওলামা লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. সোহান (২৫), সাবেক সোনারগাঁও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁও ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২), সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ হোসেন (৩২), বন্দর মুছাপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহসভাপতি মো. হারুন অর রশীদ (৪৪)।

পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলায় আরও ২০ জনসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০১:১০   ৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


এভারটনের শেষের চমকে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল
ভোজ্যতেলে ভোজবাজি চলছেই, বাড়তি সরবরাহ সত্ত্বেও বাজারে হাহাকার
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণহানি বন্ধে রাজি ট্রাম্প-পুতিন
গাজার আশপাশে জড়ো হচ্ছে ইসরায়েলি সেনারা, ফের হামলা-অভিযানের শঙ্কা
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার



আর্কাইভ