পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারি » পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির ২ দিনের কর্মসূচি

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি।
ফাইল ছবি

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ কর্মসূচি গাইবান্ধায় উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান তিনি।

এদিকে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, এরইমধ্যে কর্মসূচি উপলক্ষ্যে নীলফামারীসহ বিভাগের অন্যান্য জেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘কর্মসূচির প্রথম দিন ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এবং দ্বিতীয় দিন ১৮ ফেব্রুয়ারি সমাপনী বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।’

বাংলাদেশ সময়: ১৪:৪৩:৪৫   ৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য
বিডিআর ইস্যুতে চলতি সপ্তাহেই আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস
প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব



আর্কাইভ