গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১

প্রথম পাতা » ছবি গ্যালারি » গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আটক ৮১

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আট থানায় ৬৯ জন ও গাজীপুর জেলায় পাঁচ থানায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক ব্যক্তিরা বেশির ভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন, ‘মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিন ৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬, বাসন থানায় ৯, সদর থানায় ১৯জন, পুবাইল থানায় ২ জনসহ অন্যান্য থানায় মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে তিন দিনে ১৪৮ জনকে আটক করা হয়েছে।’

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে সোমবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’

বাংলাদেশ সময়: ১৩:৪১:৫১   ১০ বার পঠিত   #




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য
বিডিআর ইস্যুতে চলতি সপ্তাহেই আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাস
প্রত্যন্ত অঞ্চলে থাকা আয়নাঘরও খুঁজে বের করা হবে : প্রেসসচিব



আর্কাইভ