অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



অপারেশনে ছোট-বড় ‘ডেভিল’ বিবেচনা করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন ডেভিল দূর না হবে ততদিন অপারেশন চলবে। যারা শয়তান তারাই অপারেশনে ধরা পড়বে। তারা ছোট বা বড় মাপের শয়তান কি না, তা বিবেচনা করা হবে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে দেশের সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চালানো তাদের অপতৎপরতাও রুখে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে জনগণকেও সবাইকে সচেতন হতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিডিআর বিদ্রোহে দোষী সাব্যস্ত হয়ে যারা চাকরি হারিয়েছে তাদের আর চাকরি ফেরত দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

দেশে সারের সংকট নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু ডিলার কৃষকদের থেকে সারের দাম বেশি রাখছে। সরবারাহ বেশি থাকায় রমজানে জিনিস পত্রের দাম স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩০   ১৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


তিস্তা প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে : চীনা রাষ্ট্রদূত
মেধাবী ডিসিদের জনগণের নিপীড়নে কাজে লাগিয়েছে ফ্যাসিস্টরা
কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই আরও এক তারকাকে হারাল নিউজিল্যান্ড
তিস্তা বাঁচানোর পদযাত্রায় মানুষের ঢল



আর্কাইভ