খুলনায় শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেফতার ৪

প্রথম পাতা » খুলনা » খুলনায় শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেফতার ৪
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫



খুলনায় শীর্ষ সন্ত্রাসী জিতুসহ গ্রেফতার ৪

খুলনার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান ওরফে জিতুসহ চারজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু‌লিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনাডাঙা এলাকার সঙ্গীতা হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড়ের অলিয়ার রহমানের ছেলে সাকিবুর রহমান ওরফে জিতু এবং তার সহযোগী খালিশপুর মেঘার মোড়ের মৃত ইদ্রিস আলীর ছেলে কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন মিয়া ও তার ছেলে শাওন এবং খালিশপুর বাগানবাড়ী এলাকার হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।

মঙ্গলবার বিকেলে কেএমপির সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন। এ সময় তিনি বলেন, তালিকাভুক্ত এসব সন্ত্রাসীকে গ্রেফতারের জন‌্য দীর্ঘদিন ধরে অভিযান চলছে।

তিনি জানান, সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪ টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে ১ টি হত্যা মামলাসহ ও ১০ টি মামলা রয়েছে। যার মধ্যে একটি মামলায় তিনি যাবৎজীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত। শাওনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০:১২:৪১   ৪৫ বার পঠিত  




খুলনা’র আরও খবর


কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪
দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে : মুজিবুর রহমান
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছিল: উপদেষ্টা ফারুক ই আজম



আর্কাইভ