তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তার টেকজায়ান্ট-প্রো’র যাত্রা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারি » তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তার টেকজায়ান্ট-প্রো’র যাত্রা শুরু
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তার টেকজায়ান্ট-প্রো’র যাত্রা শুরু

রাজধানীর পল্টনে তিন শিক্ষার্থী আইটি উদ্যোক্তা দেশের আইটি ক্ষেত্রকে সাধারণ মানুষের কাছে সহজতর করতে টেকজায়ান্ট-প্রো’ নামের এক আইটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।
রাজধানী ঢাকার আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সুফিয়ান সাদী, হাসান ইন্তিসার অনি এবং মুনতাসিমুল শামীম এই তিন উদ্যোক্ততার প্রতিষ্ঠানটি আইটি সেক্টর মানুষের কাছে সহজলভ্য এবং সবার হাতে স্বল্প খরচে আইটি প্রোডাক্ট পৌঁছে দেয়ার লক্ষে কাজ করবে।
বেকারত্বের উপার্জন বিশেষকরে ডলার আয়ের ক্ষেত্রে তারা বেকার মানুষের পাশে এসে কাজ করবে। পাশাপাশি বিভিন্ন সেক্টরের সফটওয়্যার উন্নয়নে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন প্রতিষ্ঠানের এই তিন উদ্যোক্তা।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সিইও হাসান ইনতিশার অনি বলেন, বাংলাদেশ আইটি সেক্টরে অনেক এগিয়ে রয়েছে। আমরা আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে এই অগ্রযাত্রায় শামিল হতে চাই।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোতাহার হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় ক্লাবের যুগ্ম সম্পাদক আইউব ভূঁইয়া, কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মীর আব্দুল আলীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, এভারকো লিমিটেডের মনিরুজ্জামান ভূঁইয়া, জামালপুর সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ আকন্দ, সাংবাদিক লিয়াকত হোসেন, ফরিদা ইয়াসমিন, মীর আরিফিন রহমান, ফাহিমুল হক, আমিনুল ইসলাম রতন ও আরশি হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৩৭   ৩৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত: রফিকুল আলম



আর্কাইভ