জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারি » জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টাজুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা

‘‌জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৫’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এই বইমেলার উদ্বোধন করেন তিনি। এসময় বিজয়ীদের হাতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪’ তুলে দেওয়া হয়। এবার সাতজন লেখককে এই পুরস্কার দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়র চেতনায় নতুনরূপে আয়োজিত হয়েছে এবারের বইমেলা। একুশ আমাদের মূল সত্ত্বার পরিচয়, একুশে মানে জেগে ওঠা, একুশ আমাদের দৃঢ় বন্ধন। তিনি আরও বলেন, একুশের টান প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে। যার উদাহরণ জুলাইয়ের গণঅভ্যুত্থান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, তরুণ লেখকদের জন্য বই পড়া এবং গবেষণার সুযোগ করে দিয়েছে বাংলা একাডেমি। তবে বাংলা একাডেমিকে সর্বাত্মক গবেষণার দিকে নজর দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এসময় তিনি বইমেলাকে পরিপূর্ণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৯   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


অপরাধী পুলিশ সদস্যদের বিচার করে বাহিনীর গৌরব ফেরানো হবে: আইজিপি
খালের অবৈধ বাঁধ ভেঙে দিলেন কচুয়া উপজেলা প্রশাসন
নাটোরে গ্রাম আদালত উপজেলা রিসোর্স টিম সদস্যদের প্রশিক্ষণ শুরু
পিআইবিতে বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
প্রত্যেকের ভোটের অধিকারের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল



আর্কাইভ