পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

প্রথম পাতা » ছবি গ্যালারি » পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরের জেলা পঞ্চগড় এখন মেঘলা আকাশ ও কুয়াশায় ঢাকা। হিমবাতাসের কারণে অনুভূত হচ্ছে শীত। মাঘের শেষ সময়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। জেলাটিতে গত ৪ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে, শুক্রবার ৯ দশমিক ৮, বৃহস্পতিবার ৯ দশমিক ৫ ও বুধবার একই সময়ে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, উত্তরের জেলা পঞ্চগড় ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। তবে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়েরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের।

এ বিষয়ে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, গত ৪ দিন ধরে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঘণ্টায় ৯-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ায় শীত অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:০৮   ৩৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল



আর্কাইভ