কন্যা সন্তানের বাবা হলেন রামচরণ

প্রথম পাতা » ছবি গ্যালারি » কন্যা সন্তানের বাবা হলেন রামচরণ
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



কন্যা সন্তানের বাবা হলেন রামচরণ

গত বছরের ডিসেম্বর মাসে জানা যায়, বাবা-মা হতে চলেছেন দক্ষিণী তারকা রামচরণ ও তার স্ত্রী উপাসনা। ২০ জুন ভোরে সুখবর এলো হায়দ্রাবাদ থেকে। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রামচরণ-উপাসনা। প্রায় ১০ বছরের বিবাহিত জীবন পার করে সন্তান এলো তাদের সংসারে।

হায়দ্রাবাদের অ্যাপোলো হাসপাতালে সন্তানের জন্ম দেন উপাসনা। হাসপাতাল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সন্তান ও মা দু’জনেই সুস্থ আছেন।

গত কয়েকদিন ধরেই উপাসনার একটি ভিডিও সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে স্বামী রামচরণের সঙ্গে হাসপাতালে ঢুকছেন তারকা-পত্নী। তারপর থেকেই অপেক্ষার শুরু। যদিও সন্তানের আগমনের আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন দম্পতি। ঘর সাজানোর নানা ছবিও শেয়ার করেন উপাসনা।

ছেলে বাবা হতে চলেছে, সেই খবর শোনার পর চিরঞ্জীবী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমি এটা জানাতে পেরে আনন্দিত।’

সূত্র : আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১১:৩৭:৫১   ৪০ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ