ফেনীতে দুই ইটভাটার জরিমানা

প্রথম পাতা » চট্রগ্রাম » ফেনীতে দুই ইটভাটার জরিমানা
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



ফেনীতে দুই ইটভাটার জরিমানা

জেলার ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ায় দুই ইটভাটার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২-৩০ মিনিটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার বিভিন্ন ইটভাটায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে ব্যবহার করছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ আইন মোতাবেক ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা অমান্য করায় পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় মদিনা ব্রিকস ও মাথিয়ারা এলাকার সোনালী ব্রিকস এর মালিককে ১ লাখ করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাসস কে জানান, আগামীতে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ইটভাটা মালিককে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১৬   ২৫ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ
সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি



আর্কাইভ