জেনজিদের জন্য খারাপ লাগে : শোলাঙ্কি

প্রথম পাতা » ছবি গ্যালারি » জেনজিদের জন্য খারাপ লাগে : শোলাঙ্কি
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫



জেনজিদের জন্য খারাপ লাগে : শোলাঙ্কি

ওপার বাংলার অভিনেত্রী শোলাঙ্কি রায়। ধারাবাহিক নাটক ‘কথা দিলাম’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছেন। এরপর ‘ইচ্ছে নদী’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন। এদিকে অরিত্র মুখার্জি পরিচালিত সিনেমা ‘বাবা বেবি ও’ তে অভিনয় করে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

শোলাঙ্কি রায় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না এই জেনারেশনে বন্ধুত্ব কতখানি শক্ত, কিন্তু জীবনে এমন অনেক বন্ধুকেই পেয়েছি, যারা আমাকে আশা-ভরসা দিয়েছেন। তবে মন খারাপ থেকে বেরিয়ে আসতে সত্যিই সময় লাগে।’

অভিনেত্রীর কথায়, ‘জেনজিদের জন্য খারাপ লাগে। যেহেতু এই জেনারেশনটা ইন্টারনেটের যুগে বড় হয়েছে, সবকিছুতেই এক্সপোজড, ছেলেবেলাটা হারিয়ে গিয়েছে। যদিও অনেক বেশি স্মার্টও। তবুও বলব, তুলনায় আমরা ছোট-ছোট বিষয়ে অনেক বেশি খুশি হতাম। ভাবুক ছিলাম। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু হতো না, বাস্তব জীবনে হতো।’

এদিকে কোনও পুরুষ যদি তাকে রান্না করে খাওয়ান, তিনি প্রেমে পড়ে যেতে পারেন অনায়াসে। অভিনেত্রীয় বয়স যখন ২৬ বছর তখন কাউকে কিছু না জানিয়ে, প্লেনের টিকিট কেটে অন্য রাজ্যে প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন।

শোলাঙ্কির ভাষ্য, ‘ওই বয়সে হাতে টাকা ছিল না তেমন। দশ হাজার টাকার টিকিট কেটেছিলাম। হাতে ছিল মোট ৬০০ টাকা। এই রিস্কটা নিয়েছিলাম ওই বয়সে। তবে এটা ভেবে ভালো লাগে, ওরকম একটা রোমাঞ্চকর কাজ করার মনটা আমার তখন ছিল।’

বাংলাদেশ সময়: ১২:১৯:২৫   ৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সিলেটকে হারিয়ে প্লে অফে বরিশাল
সুনামগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
সব বেসরকারি বিদ্যালয় নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা



আর্কাইভ