মসজিদুল হারামের মুসল্লিদের জন্য ২৪ ঘণ্টার চিকিৎসা সেবা চালু করেছে মক্কা মেডিকেল কমপ্লেক্স। তিনটি জরুরি সেবা কেন্দ্রের মাধ্যমে হাজিদের দ্রুত চিকিৎসা সহায়তা দিতেই এ ব্যবস্থাপনা চালু করা হয়েছে।
এ সেবা কেন্দ্রগুলো কৌশলগতভাবে মসজিদের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে বলে জানায় মসজিদুল হারামের অথরিটি।
জরুরি সেবা কেন্দ্র ১: কিং ফাহাদ সম্প্রসারণের প্রথম তলায়, গেট ৮৮ এর পাশে। জরুরি সেবা কেন্দ্র ২: বাবে ইসমাইলের কাছে, জানাজা নামাজের হলের পাশে।জরুরি সেবা কেন্দ্র ৩: আজিয়াদ ব্রিজের কাছে।
মক্কা মেডিকেল কমপ্লেক্স ও দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ যৌথভাবে এসব সেবা কেন্দ্র পরিচালনা করছে, যা হাজিদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতেও কাজ করছে।
সৌদি রেড ক্রিসেন্ট অথরিটি, দুই পবিত্র মসজিদের সাধারণ কর্তৃপক্ষের সহযোগিতায়, বিভিন্ন স্থানে স্বয়ংক্রিয় বহিঃস্থ ডিফিব্রিলেটর (AED) স্থাপন করেছে। হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থায় এই যন্ত্র দ্রুত বৈদ্যুতিক শক দিয়ে হৃদযন্ত্রের স্বাভাবিক গতিপথ পুনঃস্থাপন করে জীবন রক্ষা করতে সহায়তা করে।
মসজিদুল হারামের প্রধান প্রবেশদ্বারে ৫টি যন্ত্র স্থাপন করা হয়েছে। তাওয়াফ এলাকা বা মাতাফে ৫টি যন্ত্র। তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকায় ৫টি যন্ত্র। এই যন্ত্রগুলো সহজ নির্দেশিকা দিয়ে পরিচালনা করা যায়, যা জরুরি পরিস্থিতিতে তাত্ক্ষণিক সাহায্য করে।
হজ মৌসুমে হাজিদের সুরক্ষা নিশ্চিত করতে মক্কা মেডিকেল কমপ্লেক্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সচেতনতা কার্যক্রম চালু করেছে। এই সমন্বিত উদ্যোগের লক্ষ্য হল পবিত্র স্থানগুলোতে হাজিদের জন্য নিরাপদ ও সেবামূলক পরিবেশ নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১৫:৪১:৪৪ ৩ বার পঠিত