বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা শনিবার (২৫ জানুয়ারি)। বোর্ডের গঠনতন্ত্র সংস্কার ইস্যুতে ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির মুখোমুখি অবস্থানের কারণে এ সভা থেকে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরপুরের হোম অব ক্রিকেটে বৈঠকটি শুরু হবে বিকেল ৩টায়। শেষ বৈঠকে পরিচালকরা অনলাইনে যুক্ত হলেও এবার সবাইকে স্বশরীরে আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ বৈঠকে আলোচনা হবে বিপিএলের পেমেন্ট ইস্যু নিয়েও।
ফারুক আহমেদ বিসিবির প্রেসিডেন্ট হয়ে আসবার পর বোর্ড সভা বিষয়টি বেশ সাধারণ ঘটনা ক্রিকেট পাড়ায়। আগে পরিচালকদের এ মিটিংটি কালেভদ্রে হলেও ফারুক আহমদের সময়কালে দেখা গেছে বেশ অনেকগুলো বৈঠক। যার শেষটি হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসের ২১ তারিখ।
এক মাসেরও বেশি সময় পর এবার আবারো সভা ডাকলেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট। শেষ সভাটি অনলাইনে হলেও এবার সবাইকে স্বশরীরে আসার নির্দেশনা দেয়া হয়েছে বোর্ড থেকে। বিপিএল চলাকালীন এবারের এই সভাটি নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ক্রিকেটে। যা অনেকটা বাধ্য হয়েই ডাকতে হয়েছে ফারুক আহমেদকে।
বোর্ড মিটিংয়ে এবারের আলোচনায় থাকবে কয়েকটি বিষয়। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকার ক্লাব ক্রিকেটের আল্টিমেটাম। সাম্প্রতিক সময়ে যা ক্রিকেট ফ্যাটার্নিটির সবচেয়ে আলোচিত বিষয়। অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কথা ছিল বদলানো হবে বিসিবির গঠনতন্ত্র। সে ধারাবাহিকতাতেই একটা কমিটি করা হয় বোর্ড থেকে। যার দায়িত্ব বর্তায় বিসিবির নতুন পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপর। তার সঙ্গে আছেন আরও ৪ জন, যদিও তারা কেউই ক্রিকেটের মানুষ নন।
কিন্তু সেই কমিটির বিভিন্ন প্রস্তাবনার খসরা ফাঁস হয়ে যায় বিভিন্ন গণমাধ্যমে। শুরু হয় সমালোচনা। প্রস্তাবনাগুলো নিয়ে বেঁকে বসে ঢাকার ক্লাবগুলো। সিসিডিএমের ৭৮টি ক্লাব জড়ো হয় এক ছাতার নীচে। জানিয়ে দেয়া হয়, ক্লাবগুলোর কাউন্সিলর কমানোর প্রস্তাব পূনর্বিবেচনা না হলে বন্ধ থাকবে প্রথম বিভাগ, হবে না প্রিমিয়ার লিগও। ফেঁসে যান ক্রিকেটাররা। এরপর ক্লাব প্রতিনিধিদের পর ক্রিকেটাররাও দেখা করেন বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে। ফারুক আহমেদ কথা দেন, বিসিবির বৈঠক থেকেই নেয়া হবে চুড়ান্ত সিদ্ধান্ত।
আর ক্লাবগুলোর দাবি পদত্যাগ করতে হবে সংস্কার কমিটির প্রধান নাজমুল আবেদীন ফাহিমকে। বাতিল করতে হবে কমিটিও। এ বিষয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা এই মিটিংয়ে। যদিও এই বৈঠকে থাকবেন না ফাহিম। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ দলের সঙ্গে মালয়েশিয়াতে অবস্থান করছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টের সঙ্গে ফাহিমের বর্তমান সম্পর্কের অবনতির খবর জানা আছে সবারই। তাই গুঞ্জন আছে, ক্লাবের দাবির ধোঁয়া তুলে ফাহিমকে সরিয়ে সংস্কার কমিটিতে পরিবর্তন আনবেন ফারুক আহমেদ।
এবারের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা আরও একটি ইস্যুও এখন হট টপিক। বিপিএলের পারিশ্রমিক ইস্যু। ফ্রাঞ্চাইজিগুলো থেকে এখনো প্রতিশ্রুত গ্যারান্টি মানি পায়নি বিসিবি। ক্রিকেটারদের বেতন-ভাতা দিতেও গড়িমসি করছে কয়েকটি ফ্রাঞ্চাইজি। ইতোমধ্যে রাজশাহীর পরিস্থিতি নিয়ে বিব্রত হতে হয়েছে বোর্ডকে। চট্টগ্রামও একই কাজ করেছে একজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে। এ অবস্থায় এই ফ্রাঞ্চাইজিদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র।
আলোচনা হবে বিসিবির বহুল চর্চিত স্ট্যান্ডিং কমিটি এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়েও।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩১ ৩ বার পঠিত