ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫



ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে

পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকির বার্তাটি এসেছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিউটি অফিসার এএসপি আব্দুল হান্নানের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে পাকিস্তানি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তাটি দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়, বিমানের রোম থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর এগুলো বিস্ফোরণ ঘটানো হবে। বার্তাটি সতর্কতা হিসেবে জানানোর জন্য দেওয়া, এটি কোনো হুমকি নয়।

সূত্রটি আরও জানায়, বার্তা পাওয়ার পর ওই নম্বরে ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। বিমানবন্দর থেকে ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে সেটি রিসিভ করা হয়নি। তবে একইসঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং অব্যাহত রাখা হয়, পাশাপাশি সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়। বিস্ফোরক কারা রেখেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে এমন প্রশ্ন করা হলে বলা হয়, কোনো বিরোধী পক্ষ আন্তর্জাতিক দৃষ্টি আনার জন্য করতে পারে।

বার্তাটি পাওয়ার পর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ আড়াইশ যাত্রীর নিরাপত্তায় ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটিকে জরুরি অবতরণ করায়। সেই সঙ্গে সবাইকে সতর্ক করে দেয়।

এর আগে, রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি পাওয়া বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে। এরপর যাত্রীদেরকে টার্মিনাল ভবনে রাখে কর্তৃপক্ষ। সেসময় যাত্রীদের ইমিগ্রেশন বন্ধ করে দিয়ে পুরো বিমান ও যাত্রীদের লাগেজ ও ব্যাগ তল্লাশি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তল্লাশি করে কোনো বোমা, বোমাসদৃশ ও বিস্ফোরক কিছু পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১২   ১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দেশকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সরকারকে সহযোগিতা করছে বিএনপি: আমীর খসরু
নওগাঁর মান্দায় ৮’শ একর খাস জমি রক্ষায় প্রশাসনের উদ্যোগ
সামাজিক অবদান রাখতে দেশে ফিরে অভিবাসীদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য
নাব্যতা স্বাভাবিক রাখতে নদী বন্দর এলাকাগুলোতে ড্রেজিং করতে হবে : নৌপরিবহন উপদেষ্টা
অধ্যাপক ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ



আর্কাইভ