কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

প্রথম পাতা » চট্রগ্রাম » কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) রাতে চট্টগ্রামের খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি অংসুইছাইন চৌধুরী (৬০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা এবং ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

এর আগে ওই মামলারই ২২ নম্বর আসামি মো. জুনায়েদ হোসেন (২৫)-কে সোমবার রাতে কাপ্তাই সদর ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৮:১৪   ১ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
সাবেক এমপি বাহার ও তার স্ত্রী-মেয়ের নামে দুদকের মামলা
পার্বত্য উপদেষ্টার সড়ক দুর্ঘটনার খবর মিথ্যা
শহিদদের রক্ত ঋণ শোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান গোলাম পরওয়ারের
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম রাঙ্গামাটির রক্ষাকালী মন্দির পরিদর্শন



আর্কাইভ