ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিষেক উপলক্ষে রাজধানী ওয়াশিংটনে এসে পৌঁছেছেন, খবর এএফপি।

ওয়াশিংটনের অদূরে ডালাস আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পৌঁছান। অভিষেকের আগে ট্রাম্প ওয়াশিংটনে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।
এরআগে শনিবার সকালে এনবিসি নিউজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, সোমবার শপথ গ্রহন শেষে তার উদ্বোধনী ভাষণের পর তিনি রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন।

ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে আরো বলেন, কয়টি আদেশে তিনি স্বাক্ষর করবেন তা এখনো নির্ধারন করা হয়নি। আদেশের (অর্ডার) সংখ্যা একশ ছাড়িয়ে যাবে কি না জিজ্ঞেস করা হলে ডোনাল্ড ট্রাম্প এর উত্তরে বলেন, ঐ রকমই হবে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথমদিনের কার্যসূচিতে গণবিতারণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, যেসব অভিবাসীদের বৈধ কাগজপত্র নেই তাদের বহিস্কার কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।

মনে করা হচ্ছে, আজকের (শনিবারের) প্রাইভেট পার্টির পর ওয়াশিংটনে তার সমর্থকদের একটি র‌্যালিতে যোগ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আর্লিংটন জাতীয় কবরস্থানে পুস্পস্তবক অর্পন করবেন। রোববার ওয়াশিংটনে নবনির্বাচিত ট্রাম্পের একটি ডিনার পার্টিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২৩   ১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন
গাজায় হামলা অব্যাহত রয়েছে : ইসরাইলি বাহিনী
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৭৭
গাজায় যুদ্ধবিরতি শুরু, ফের হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর
ইসরাইলি মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন



আর্কাইভ