মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প
সোমবার, ১৯ জুন ২০২৩



মিয়ানমারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প

মিয়ানমারের দক্ষিণাঞ্চলে সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১০মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। দেশটির আবতহাওয়া ও জলবিদ্যা বিভাগ (ডিএমএইচ) এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ডিএমএইচ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আইয়ারওয়াদি অঞ্চলের পিয়াপন শহরের ৭০ মাইল দক্ষিণপূর্বে।
ডিএমএইচের ভূমিকম্প বিভাগের উপ-পরিচালক ইন মায়ো মিন হতউই সিনহুয়াকে বলেন, ‘ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্র তলদেশে। এতে সুনামির কোন সম্ভাবনা নেই।’
তিনি আরো বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কেবলমাত্র ৬.৫ এবং এর উপরে হলে সুনামি হতে পারে।’
তিনি জানান, এ ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর জানা যায়নি।
ইয়াঙ্গুন অঞ্চলের কতিপয় শহরের বাসিন্দারা হালকা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান।
ডিএমএইচ জানায়, সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানা ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ৯৬.৩৩ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩১   ৪৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ